ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে বাংলাদেশের হার

নিদারুণ ব্যাটিং ব্যর্থতায় চেন্নাই টেস্টে বড় ব্যবধানে হারল বাংলাদেশ। ভারতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিন ২৮০ রানে হেরেছে সফরকারীরা। ভারত সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল।

ভারত: ৩৭৬ ও ২৮৭/৪ ডিক্লে.

বাংলাদেশ: ১৪৯ ও ২৩৪ (টার্গেট ৫১৫)

চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে ৫১৫ রানের লক্ষ্যে ব্যাট করা বাংলাদেশ চতুর্থ দিনে শেষ ৪০ রানে ৬ উইকেট হারিয়ে ২৩৪ রানে গুটিয়ে যায়। সর্বোচ্চ ৮২ রান করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি ১২৭ বলে ৮টি চার ও ৩টি ছক্কায় নিজের ইনিংস সাজিয়ে রবীন্দ্র জাদেজার বলে আউট হন।

রবিচন্দ্রন অশ্বিনের বলে যশ্বস্বী জয়সাওয়ালকে ক্যাচ দেন সাকিব আল হাসান। তিনি ৫৬ বলে ২৫ রান করেন। পঞ্চম উইকেট জুটিতে সাকিব ও নাজমুল হোসেন শান্ত ১০৮ বলে ৪৮ রান তোলেন। এরপর ব্যক্তিগত ১ রানে থাকা লিটন দাসকে তুলে নেন রবীন্দ্র জাদেজা। মেহেদী হাসান মিরাজ ৮ রান করে অশ্বিনের পঞ্চম শিকারে পরিণত হন।

অশ্বিন একাই ৬ উইকেট দখল করেন। ৩ উইকেট পান জাদেজা।

এর আগে প্রথম ইনিংসে ভারতের ৩৭৬ রানের জবাবে ১৪৯ রানে অলআউট হয় বাংলাদেশ। প্রথম ইনিংসে ২২৭ রানে এগিয়ে থাকা ভারত দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট হারিয়ে ২৮৭ রান তুলে ইনিংস ঘোষণা করে। ফলে বাংলাদেশের জন্য জয়ের লক্ষ্য দাঁড়ায় ৫১৫ রানে।