বান্দরবানে রুমা ও থানচি উপজেলায় ব্যাংক ডাকাতি ও অস্ত্র লুটের পর শুরু হওয়া যৌথ বাহিনীর অভিযানে আটক ১৭ জন নারীসহ ৫২ জনের জামিন নামঞ্জুর করেছেন বান্দরবানের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
সোমবার (৯ এপ্রিল) বিকাল সাড়ে ৪ টায় বান্দরবান জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন জামিন নামঞ্জুর করে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হোছাইন।
বান্দরবান সদর কোর্ট পুলিশ পরিদর্শক একে ফজলুল হক জানান, রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি ও অস্ত্র লুটের ঘটনায় আটক ৫২ জনকে আজকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল সোমবার কেএনএফে’র এই ঘটনায় আরো ২জনকে আদালতে তোলার পর কারাগারে পাঠানো হয়েছিল।
বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী বলেন, এ পর্যন্ত ১৭জন নারীসহ ৫৪ জনকে ব্যাংক ডাকাতি ও অস্ত্র লুটের মামলায় আদালতে তোলা হয়েছে। বিচারক জামিন নামঞ্জুর করে সবাইকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। তাদের মধ্যে এলিজাবেথ বম নামের এক নারী ছয় মাসের অন্তঃসত্ত্বা থাকায় আদালতে তোলা হয়নি। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানান।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সোমবার বান্দরবান জেলার রুমা উপজেলার বেথেল পাড়া এলাকায় যৌথ বাহিনীর অভিযানে কেএনএফ সদস্য সন্দেহে নারীসহ ৪৯ জনকে আটক করেন। ব্যাংক ডাকাতি ও অস্ত্র লুটের ঘটনায় রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলায় অভিযান জোরদার করা হয়েছে বলে পুলিশ জানায়।