চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকা থেকে তাওসিফ আমিন দোভাষ নামে এক ব্যবসায়ীর সাড়ে ৩০ লাখ টাকা আত্মসাত করে পারিয়ে যায় তারই কর্মচারী মো. সোলায়মান। পরে ব্যবসায়ী থানায় মামলা করলে পুলিশ আসামিকে সীতাকুণ্ড থেকে গ্রেফতার করে। সাথে আত্মসাৎ করা সাড়ে ৩০ লাখ টাকাও উদ্ধার করা হয়েছে।
সোমবার (২২ মে) দুপুরে সীতাকুণ্ড থানাধীন ছোট দারোগাহাট বাজার এলাকায় একটি বাস থেকে তাকে গ্রেফতার করা হয়। সোলায়ান নোয়াখালীর কবিরহাট থানার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, গতকাল সোমবার দুপুরে ব্যবসায়ী তাওসিফ আমিন দোভাষ প্রতিষ্ঠানের ৩০ লাখ ৬৮ হাজার ৫০০ টাকা ব্যাংকে জমা দেয়ার জন্য আগ্রাবাদ এলাকায় আসে। গাড়িতে তার সাথে তার অফিসের স্টাফ আবু হাবিব ডালিম ও মো. সোলায়মান ছিল। গাড়িটি ফারুক চেম্বারের সামনে পার্কিং করেন দোভাষ। এ সময় কৌশলে সোলায়মান টাকাগুলো নিয়ে পালিয়ে যায়।
ওসি বলেন, পরে তাওসিফ আমিন দোভাষ বিষয়টি ডবলমুরিং থানাকে বিষয়টি অবগত করেন। খবর পেয়ে দুই ঘণ্টার মধ্যে সীতাকুণ্ডের ছোট দারোগাহাট বাজার এলাকায় একটি বাস থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২৯ লাখ ২৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।