বোয়ালখালী স্যার আশুতোষ সরকারি কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ ছেলে শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে কলেজ ছাত্রলীগের উদ্যোগে এবাদত খানায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিল শেষে শেখ রাসেলের জন্মদিন কেক কেটে উদযাপন করা হয়।
আশরাফুল হোসেন রায়হানের সঞ্চালনায় সমাপনী বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোরশেদ আলম ইরফান বলেন, স্বাধীনতার বিপক্ষের শক্তি ও খন্দকার মোশতাকরা যদি শেখ রাসেল সহ বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা না করলে বাংলাদেশ অনেক এগিয়ে যেত এবং দেশকে বলিষ্ট নেতৃত্ব উপহার দিতে পারতো। ২০০৮ সালে ক্ষমতায় আসার পর পিছিয়ে থাকা বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রুপান্তর করেছে গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনা ।
এতে উপস্থিত ছিলেন স্যার আশুতোষ সরকারি কলেজ ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোরশেদ আলম ইরফান, কলেজ ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক চমক চৌধুরী, সাবেক ছাত্রলীগ নেতা শুভ দাস, বোয়ালখালী উপজেলা ছাত্রলীগ নেতা আবদুল আল আহাদ, মো: আরমান, স্যার আশুতোষ সরকারি কলেজ ছাত্রলীগ নেতা আশরাফুল হোসেন রায়হান, মোহাম্মদ হাসান, শ্রাবণ হোসেন, রাকিব হাসান, ইফতেখার আহম্মদ, তাহমিদ , হেলাল, আকাশ দত্ত, প্রিতম, আব্দুল হান্নান, উদ্ভাস, আশরাফ, মহিউদ্দিন, রবি প্রমুখ।