বেশি ঘাঁটাবেন না, সামাল দিতে পারবেন না

ওবায়দুল কাদেরকে ফখরুল

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ব্যক্তিগত আক্রমণ না করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৩০ অক্টোবর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।  এর আগে ৭ নভেম্বরের কর্মসূচি নিয়ে অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর সঙ্গে যৌথসভা করেন বিএনপি মহাসচিব।

শনিবার (২৯ অক্টোবর) ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘ফখরুল এখন চাঙা হয়ে গেছে।  টাকা পাচ্ছে তো।  দুবাই থেকে টাকা আসতেছে।  ফখরুল শুয়ে আছে টাকার বস্তার ওপর। টাকারে টাকা!  দুবাইয়ের টাকা।  এই তো এল টাকা।  ফখরুল মহাখুশি।  টাকা পাইলেই বিএনপি খুশি।  টাকা উড়ে আকাশে, বাতাসে।  টাকা উড়ে পাড়ায়-মহল্লায়।’

ওবায়দুল কাদেরের এই বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, ‘আমি নাকি দুবাইয়ের টাকা পাই, টাকার ওপর ঘুমাই।  ওবায়দুল কাদের সাহেবকে বলছি, বেশি ঘাঁটাবেন না, ব্যক্তিগত আক্রমণ করবেন না, সামাল দিতে পারবেন না।  বেশি ঘাঁটালে কেঁচো বেরিয়ে আসবে।’

‘আমরা পৈতৃক সম্পত্তি বিক্রি করে রাজনীতি করি।  আমাদের নেতাকর্মীরা নিজেদের টাকায় চাঁদা দিয়ে সমাবেশ করছেন।  আর আপনারা কী করেন।  এটা সবাই জানে’- যোগ করেন মির্জা ফখরুল।

ওবায়দুল কাদেরের বক্তব্য রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, ‘দিস ইজ ভেরি আনফরচুনেট।  কার কয়টা বাড়ি, কার কত টাকা আছে, এত টাকা কোথা থেকে আসে, দেশবাসী জানে।  আমি ব্যক্তিগত আক্রমণে যেতে চাই না।  এটা রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না।’

আওয়ামী লীগের কে কোথায় কত টাকা রাখছে, কোথায় সেকেন্ড হোম করছে- সব খবরই রাখেন জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘আপনারা কে কোথায় হাজার হাজার কোটি টাকার বাড়ি করছেন, কে কোথায় ব্যাংকের লোন নিয়ে পাচার করে দিচ্ছেন, আপনারা কানাডাতে বেগমপাড়া, সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় সেকেন্ড হোম করলেন।  সব খবর রাখি।…এগুলো মানুষের টাকা। এগুলো মানুষের করের টাকা।’

সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, কেন্দ্রীয় নেতা মীর সরফত আলী সপু, এবিএম মোশাররফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।