বেপরোয়া প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেল ২ জনের

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার কুর্মিটোলা এলাকায় মধ্যরাতে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল চালক ও আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেটকারের চালককে আটক করা হয়েছে।

নিহতরা হলেন- জান্নাত আক্তার (১৮) ও মো. শামীম (৩৫)। জান্নাত সদ্য ঢাকার একটি কলেজে ভর্তি হয়েছিলেন। এ ঘটনায় সাদিয়া আক্তার (৮) নামে এক শিশুকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত সাদিয়ার বাবা সাইফুল ইসলাম জানান, ঈদের দিন কুড়িল বিশ্বরোড এলাকায় আমার শ্বশুরের বাসায় দাওয়াত ছিল। সেখানে খাওয়াদাওয়া শেষে রাত দুইটার দিকে আমার এবং ভায়রা ভাই শামীমের মোটরসাইকেলে করে সবাই ভাষানটেক এলাকার বাসায় ফিরছিলাম। দুই মোটরসাইকেলের একটিতে আমার স্ত্রী, দুই ছেলে ও আমি ছিলাম। অন্যটিতে ভায়রা শামীম, আমার মেয়ে সাদিয়া ও শ্যালিকা জান্নাত ছিল।

পথে কুর্মিটোলা গল্ফ ক্লাবের সামনে আসার পরেই পেছন থেকে দ্রুতগতিতে এসে একটি প্রাইভেটকার ভায়রা ভাইয়ের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে সবাই সড়কের ওপর ছিটকে পড়েন। পরে গুরুতর আহতাবস্থায় তিনজনকে প্রথমে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। একপর্যায়ে ঢাকা মেডিকেলে আনার পর চিকিৎসক জান্নাতকে মৃত ঘোষণা করে। এছাড়া শামীম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা গেছেন। আর মেয়ে সাদিয়া বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

বিষয়টি নিশ্চিত করে ক্যান্টনমেন্ট থানার পরিদর্শক (অপারেশন) হুমায়ুন কবির বলেন, মোটরসাইকেলকে ধাক্কা দেওয়ার ঘটনায় প্রাইভেটকার চালককে আটক করা হয়েছে। চালকের নাম সাঈদ নবী (২৪)। এছাড়া গাড়িটিও জব্দ করা হয়েছে।

তিনি বলেন, জান্নাত গতকাল রাতে মারা যায়। আর শামীম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা গেছেন। দুই জনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

এমএইচএফ