অর্ধেক শরীর ও পা আটকে থাকা ত্রিহুলাইর গাড়ির চালককে দূর্ঘটনার আধঘন্টা পর উদ্ধার করে উপস্থিত যাত্রী ও পথচারীরা। নগরীর শোলক বহর এলাকার এন মোহাম্মদের শো-রুমের সামনের ঘটনা এটি। যেখানে একটি বেপরোয়া গতির ত্রিহুইলার গাড়ির সাথে ফোর এইচ গ্রুপের যাত্রীবাহী মিনি বাসের সাথে ধাক্কা লাগে।
গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে বারোটায় এই সড়ক দূর্ঘটনা ঘটে।
জানা যায়, দূর্ঘটনায় আহত হওয়া বেপরোয়া গতির ত্রিহুইলার গাড়ির চালকের নাম লিয়াকত আলী। তিনি নগরীর কালামিয়া বাজার, হাটখোলা এলাকার মৃত সালেহ আহমেদের ছেলে।
ঘটনার পরপরই উপস্থিত যাত্রী ও পথচারীরা আহত লিয়াকত আলীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান।
গুরুতর আহত অবস্থায় ত্রিহুইলার গাড়িটির চালক লিয়াকত আলী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ধাক্কা লাগা বাসটিকে দায়ী করেন।
অভিযুক্ত বাস চালক প্রথমে নিজেকে বাসের বদলি চালক হিসেবে পরিচয় দিলেও পরে ধুমড়ে মুচড়ে যাওয়া ত্রিহুইলার গাড়ি ও আহত চালকের উপরেই দোষ চাপান।
আহত ত্রিহুইলার গাড়ির চালক লিয়াকত আলীর ভাই দৈনিক দেশ বর্তমানকে জানান, দূর্ঘটনায় তার ভাইয়ের দাঁত পড়ে গেছে এবং একটি পা ভেঙ্গে গেছে। বর্তমানে লিয়াকত আলী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৬ নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, গতকাল রাত সাড়ে বরটায় একটি র্দূঘটনা ঘটেছে। গাড়ির চালককে গুরুত্বর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে র্ভতি করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের ২৬ নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছে।
বেপরোয়া গতির করুণ পরিণতি থেকে রক্ষা পেতে চালক ও পথচারীদের আরও সর্তক হওয়া প্রয়োজন বলে মনে করছেন ঘটনাস্থলে উপস্থিত অনেকেই।