বেনাপোল সীমান্তে পিস্তলসহ এক পাচারকারী আটক

যশোরের বেনাপোল সীমান্ত থেকে অস্ত্র সহ আতাউর রহমান (৪০) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা। মঙ্গলবার (২৮ অক্টোবর )ভোর রাতে দৌলতপুর উত্তরপাড়া এলাকায় স্থানীয় এক বাসিন্দার গোলার মধ্যে তল্লাশি করে একটি দেশি পিস্তল উদ্ধার করা হয়। আটকৃত আসামী দৌলতপুর উত্তরপাড়া গ্রামের সোলায়মান হোসেনের ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, সুবেদার ফখরুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহলদল সীমান্ত মেইন পিলার ১৭/০৯ এস হতে প্রায় ১০০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দৌলতপুর উত্তরপাড়া এলাকায় অভিযান চালায়। এসময় স্থানীয় এক বাসিন্দার গোলার মধ্যে তল্লাশি করে একটি দেশি পিস্তল উদ্ধার করা হয়।অস্ত্রসহ আসামি কে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।