বেড়েছে আমদানি, এরপরও বাড়ল পেঁয়াজের দাম

কোরবানির ঈদে বাড়তি চাহিদার কথা মাথায় রেখে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজের আমদানি বাড়িয়েছে বন্দরের আমদানিকারকরা।

শনিবার (২৪ জুন) একদিনেই বন্দর দিয়ে রেকর্ড সংখ্যক পেঁয়াজের আমদানি হয়েছে। এদিন ৭৪টি ট্রাকে দুই হাজার ২১১ টন পেঁয়াজ আমদানি হয়েছে।

এদিকে আমদানির পরিমাণ বাড়লেও আবারও কেজিতে এক টাকা করে বেড়েছে পেঁয়াজের দাম। দাম বাড়ায় বিপাকে পড়েছেন বন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকারসহ নিন্ম আয়ের মানুষজন।

হিলি বন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, পেঁয়াজ আমদানির অনুমতির পর থেকেই হিলি স্থলবন্দর দিয়ে ইন্দোর ও নাসিক জাতের পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। তবে গত সপ্তাহের শেষের দিন থেকেই পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী অবস্থায়, বর্তমানে সেই ধারা অব্যাহত রয়েছে। বর্তমানে বন্দরে ইন্দোর জাতের পেঁয়াজ পাইকারিতে ৩১ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে যা বৃহস্পতিবার ৩০ টাকা কেজি দরে বিক্রি হয়। এর আগের দিন বুধবার ২৬ টাকা কেজি দরে বিক্রি হয়। এ ছাড়া নাসিক জাতের পেঁয়াজ ৩৩ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে যা বৃহস্পতিবার বন্দরে ৩২ টাকা কেজি দরে বিক্রি হয়। এর আগের দিন বুধবার এই নাসিক জাতের পেঁয়াজ ২৮ টাকা কেজি দরে বিক্রি হয়।

বন্দরে পেঁয়াজ কিনতে আসা ইদ্রিস আলী বলেন, ‘গত সপ্তাহ থেকেই পেঁয়াজের বাজার ঊর্ধ্বমুখী। যার কারণে আমাদের কিনতে সমস্যা হচ্ছে। ঈদের কারণে ছয়দিন বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ থাকবে। যার কারণে বাকি যে কয়দিন আমদানি-রফতানি চালু রয়েছে এ সময়ে সবাই ঘরে পেঁয়াজ রাখতে চাচ্ছে। এতে মোকামগুলোতে পেঁয়াজের ভালো চাহিদা তৈরি হয়েছে।’

বন্দরের পেঁয়াজ আমদানিকারক রহমত আলী বলেন, ‘কোরবানির ঈদের কারণে আমদানি-রফতানি বন্ধ থাকবে এই কারণে দেশের বিভিন্ন মোকামগুলোতে পেঁয়াজের চাহিদা বেড়ে গেছে। চাহিদার তুলনায় সরবরাহ কমের কারণেই পেঁয়াজের দাম কিছুটা বাড়ছে। তবে পেঁয়াজের দাম খুব একটা বাড়বে না। ঈদের ছুটির পর পেঁয়াজ আমদানি শুরু হলে দাম কমে আসবে।’

বন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ‘পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়ায় পর গত ৫ জুন দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়। এর পর থেকেই পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। তবে প্রথম দিকের তুলনায় দিন দিন পেঁয়াজ আমদানির পরিমাণ বাড়তে থাকে। এমন অবস্থা কিছুদিন চলার পর গত সপ্তাহের শেষের দিক থেকে আবারও পেঁয়াজের আমদানি কমে আসে। আগে ৫০-৬০ ট্রাক পেঁয়াজ আমদানি হলেও সেটি কমে ৩৫-৪০ ট্রাকে নেমে আসে। তবে শনিবার বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে।’