বেঁচে নেই সড়ক দুর্ঘটনায় আহত হওয়া সেই চবি শিক্ষার্থী!

সাহায্য করতে গিয়ে নিজেই নিজের জীবন ত্যাগ করে দিল

বন্যা কবলিত মানুষদের ত্রান সামগ্রী বিতরণ করতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাহিম আহমেদ পলাশ মারা গেছেন।

বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬ টার দিকে ঢাকার সামরিক হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যান তিনি।

তার মারা যাওয়ার খবরটি নিশ্চিত করেছেন তার সহপাঠী আশিক সরকার।

জানা গেছে, গত ২৭ আগষ্ট রাত ৩ টার দিকে ত্রাণ বিতরণের উদ্দেশ্যে ট্রাকে করে নোয়াখালীর সেনবাগের দিকে রওনা হন তিনি । মিরসরাই পার হওয়ার পর জোরারগঞ্জ এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি গাড়ির সঙ্গে ধাক্কা খায়। এতে সামনের আসনে থাকা ২ শিক্ষার্থী গুরুতর আহত হন এবং ট্রাকের সামনের অংশ দুমড়ে- মুচড়ে যায়। পলাশের এক পায়ের জয়েন্ট ছুটে যায় এবং দুই পা ভেঙে যায়। এর পরপরই চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

৮ দিন আইসিউতে থাকার পর অবস্থার অবনতি দেখে গত মঙ্গলবার (৩ আগস্ট) সিএমএইচে নিয়ে ভর্তি করা হলে ১দিন পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ফাহিম আহমেদ পলাশের সহপাঠী আশিক সরকার বলেন, “দুর্ঘটনার পর পলাশকে চিকিৎসার জন্য চমেকে নিয়ে আসা হয়। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় ৮ দিন পর তাকে ঢাকায় নিয়ে আসি। কিন্তু ঢাকায় এনেও শেষ রক্ষা হল না। ফাহিম আর নেই!

তিনি আরও বলেন, মানুষকে সাহায্য করতে গিয়ে নিজেই নিজের জীবন ত্যাগ করে দিল।”