চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এম. এ আজিজ স্টেডিয়ামে আগামী ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে সিজেকেএস-ইস্পাহানি প্রিমিয়ার ক্রিকেট লীগ ২০২৪। ইস্পাহানি গ্রুপ অব কোম্পানীজের পৃষ্ঠপোষকতায় এই ক্রিকেট লীগ অনুষ্ঠিত হবে।
সোমবার বিকাল ৪ টায় সিজেকেএস কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি হাফিজুর রহমান।
তিনি জানান, এ লীগের উদ্বোধন করবেন বিসিবি পরিচালক ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন। এ সময় বিশেষ অতিথি হিসেবে থাকবেন ইস্পাহানী গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজের চেয়ারম্যান মীর্জা সালমান ইস্পাহানী।
এই লীগে অংশ নিচ্ছে চট্টগ্রাম আবাহনী লিঃ, শহীদ শাহজাহান সংঘ, চবক ক্রীড়া সমিতি, সিটি কর্পোরেশন একাদশ, চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র (লাল), ব্রাদার্স ইউনিয়নসহ মোট ১২টি দল।
এবারের লীগের বাজেট নির্ধারণ করা হয়েছে ২০ লক্ষ ৩৬ হাজার টাকা।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন, অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ সাহাব উদ্দীন, যুগ্ম-সম্পাদক আমিনুল ইসলাম, স্পন্সর প্রতিষ্ঠান ইস্পাহানী টি লি: এর জেনারেল ম্যানেজার শরীফুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন সিজেকেএস’র নির্বাহী সদস্য গোলাম মহিউদ্দিন হাসান, এ.কে.এম আবদুল হান্নান (আকবর), ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন, হাসান মুরাদ বিপ্লব প্রমূখ।