বৃষ্টিতে পণ্ড দ্বিতীয় বিভাগ ক্রিকেট ম্যাচ

চট্টগ্রামে সিজেকেএস ২য় বিভাগ ক্রিকেট লিগে সুপার ফোর পর্বে পাথরঘাটা দুর্বার সাংস্কৃতিক গোষ্ঠী ও কোয়াালিটি ব্লুজের খেলা বৃষ্টিতে পণ্ড হয়েছে।

সোমবার (১৯ জুন) এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত এ খেলায় টসে হেরে আগে ব্যাট করে কোয়ালিটি ব্লুজ ৩৯.৫ ওভারে ১১১ রানে অলআউট হয়।  জবাবে দুর্বার সাংস্কৃতিক গোষ্ঠী ১৭ ওভারে ৪ উইকেট হারিয়ে ৪৬ রান সংগৃহীত হওয়ার সময়ে বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়।

এর ফলে দু-দল ১ পয়েন্ট করে লাভ করায়, কিছুটা ক্ষতি হয়ে গেল দুর্বার দূর্বার সাংস্কৃতিক গোষ্ঠী’র।  ৯ খেলায় তাদের পয়েন্ট ২২ এবং শিরোপা প্রত্যাশী বার্ডস স্পোর্টিং ক্লাবের পয়েন্ট ৮ খেলায় ২২।

মঙ্গলবার (২০ জুন) তারা ইয়াং স্টার ক্লাবের বিরুদ্ধে জিতলে পয়েন্ট হবে ২৫।  সেক্ষেত্রে শেষ ম্যাচে  বার্ডস স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে।  দুর্বার সাংস্কৃতিক গোষ্ঠীর জয়ের কোন বিকল্প নাই।  জিতলে সমান পয়েন্টে হেড টু হেডে দুর্বার সাংস্কৃতিক গোষ্ঠী চ্যাম্পিয়ন হবে।