বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েটে) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছেন চট্টগ্রামের রাউজানের সন্তান আদনান আহমেদ তামিম।
মঙ্গলবার (১৯ মার্চ) বিকালে বুয়েট ভর্তি পরীক্ষার প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানা যায়।
তামিম ৭নং রাউজান ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মাওলানা আবু তৈয়বের ছেলে। ২ ভাই ও ২ বোনের মধ্যে তিনি দ্বিতীয়।
তামিম চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা শেষে ঢাকা নটর ডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করেন। তিনি এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিলেন।
বুয়েটের গত ২৪ ফেব্রুয়ারি দুই ধাপে প্রাক-নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে ২৭ ফেব্রুয়ারি প্রাক-নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। পরীক্ষায় মনোনীত শিক্ষার্থীরা ৯ মার্চ মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এ বছর চূড়ান্ত পরীক্ষায় দুই শিফটে মনোনীত ছয় হাজার শিক্ষার্থী অংশ নেন। তার মধ্যে তিন হাজার ৬৮৯ জন উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে এক হাজার ৩০৯ শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন।
এদিকে বুয়েটের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি কমিটির সভাপতি ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জীবন পোদ্দারের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লিখিত পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীর মধ্যে ১ হাজার ৩০৯ জন ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত ও অপেক্ষমাণ তালিকায় স্থান পেয়েছেন। মেধাতালিকা ও পছন্দক্রম অনুসারে প্রার্থীদের বিভাগ বণ্টনও ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।