বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র কাছ থেকে এবার মোটা অংকের টাকা পেতে যাচ্ছেন উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম। টাকার পরিমাণ দশ লাখ। মূলত ওয়ানডেতে সাত হাজার রান এবং টেস্টে ক্রিকেটে পাঁচ হাজার রানসহ আন্তর্জাতিক ক্রিকেটে মোট রান ১৪ হাজার রান করায় তাকে এই টাকা দিচ্ছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। তার মতো দেশের ক্রিকেটে এই ধরনের সম্মাননা আগে কেউ পাননি।
২০০৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মুশফিকের। সুদীর্ঘ ১৮ বছর ধরে বাংলাদেশ জাতীয় দলে খেলছেন এই উইকেটরক্ষক ব্যাটার। ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার জাতীয় দলের হয়ে টেস্ট খেলেছে ৮৬টি। এই ফরম্যাটে পাঁচ হাজার ৫৫৩ রান করেছেন মুশফিক। ২৬টি হাফ সেঞ্চুরির পাশাপাশি দশটি সেঞ্চুরিও করেছেন তিনি।
দেশের হয়ে এখন পর্যন্ত ২৪৮টি ওয়ানডে ম্যাচ খেলেছেন তিনি। এই ফরম্যাটে নয়টি সেঞ্চুরি ও ৪৪টি হাফ সেঞ্চুরি আছে তার। তিনি করেছেন সাত হাজার ১৮৭ রান। অবসর নেয়ার আগ পর্যন্ত লাল-সবুজের পোশাকে ১০২টি টি-২০ও খেলেছেন মুশফিক। এই ফরম্যাটে ছয়টি হাফ সেঞ্চুরি করেছেন তিনি। এতে এক হাজার ৫০০ রান করেছেন তিনি।