বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগের আলটিমেটাম দিয়েছেন ক্রিকেটাররা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যে তাঁর পদত্যাগের আলটিমেটাম দিয়েছেন ক্রিকেটাররা। অন্যথায় সব ধরনের ক্রিকেট বয়কট করা হবে বলে হুশিয়ারি দিয়েছেন ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন।

আজ বুধবার (১৫ জানুয়ারি) রাতের বেলায়  জুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এমন কথা জানিয়েছেন। মিঠুন বলেছেন, আগামীকাল দুপুরের মধ্যে এম নাজমুল  ইসলাম পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বয়কট করবেন ক্রিকেটাররা।

তিনি আরও বলেন, ‘আপনারা সবাই জানেন শেষ কিছুদিন ধরে যা হচ্ছে। প্রথমে একজনের ওপর, এরপর এখন সব ক্রিকেটারকে নিয়ে যেভাবে কথা বলা হচ্ছে, যেসব শব্দ ব্যবহার করা হচ্ছে, এসব কখনোই গ্রহণযোগ্য নয়। এটা আমরা আশা করি না। ভাষাগতভাবে একজন পরিচালকের আরও সাবধান হওয়া উচিত। বিশেষ করে উনি যা বলেছেন, এটা পুরো ক্রিকেটাঙ্গনকে হার্ট করেছে।’

নাজমুল ইসলাম বলেন, ‘ধরুন বোর্ডটাই যদি না থাকে, তাহলে ক্রিকেট মানে ক্রিকেটাররা থাকবে কি না!’

এর আগে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে এক বিতর্কিত মন্তব্য করেছিল তিনি। তামিমকে ‘ভারতীয় দালাল’ বলে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন নাজমুল।

এমন মন্তব্য মানার মতো নয় বলেছেন মোহাম্মদ মিঠুন। কোয়াব সভাপতি বলেন, ‘আপনারা সবাই জানেন শেষ কিছুদিন ধরে যা হচ্ছে। প্রথমে একজনের ওপর, এরপর এখন সব ক্রিকেটারকে নিয়ে যেভাবে কথা বলা হচ্ছে, যেসব শব্দ ব্যবহার করা হচ্ছে, এসব কখনোই গ্রহণযোগ্য নয়। এটা আমরা আশা করি না। ভাষাগতভাবে একজন পরিচালকের আরও সাবধান হওয়া উচিত। বিশেষ করে উনি যা বলেছেন, এটা পুরো ক্রিকেটাঙ্গনকে হার্ট করেছে।’

মিঠুন আরও বলেন, ‘উনি যেভাবে আমাদের সব ক্রিকেটারকে নিয়ে মন্তব্য করেছেন, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তো উনি যদি আগামীকাল ম্যাচের আগে পদত্যাগ না করেন, তাহলে আমরা সব ধরনের ক্রিকেট বয়কট করব।’

কোয়াবের সংবাদ সম্মেলনের আগে এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিসিবির পক্ষ থেকে বলা হয়েছে, বোর্ডের একজন পরিচালক বা সদস্যের ব্যক্তিগত মন্তব্য বিসিবির অবস্থান নয়। এসব বক্তব্যে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে দুঃখ প্রকাশ করা হয়েছে বোর্ডের বিবৃতিতে।

অন্যদিকে আগামীকাল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দুটি ম্যাচ মাঠে গড়ানোর কথা রয়েছে। বেলা একটায় নোয়াখালী এক্সপ্রেস মুখোমুখি হওয়ার কথা চট্টগ্রাম রয়্যালসের। অপর দিকে সন্ধ্যায় রাজশাহী ওয়ারিয়ার্স মুখোমুখি হবে সিলেট টাইটান্সের। বিসিবি পরিচালকের বক্তব্যের প্রেক্ষিতে কোয়াবের এই বার্তায় বিপিএলের আগামীকালের ম্যাচগুলোকে অনিশ্চয়তার মধ্যে পড়ল।