ব্যক্তিগত কারণ দেখিয়ে বিসিবির ম্যাচ রেফারি কো-অর্ডিনেটর পদ থেকে সরে দাঁড়ালেন দেবব্রত পাল। তিনি বাংলাদেশের সাবেক ক্রিকেটার এবং ক্রিকেটারদের সংগঠন কোয়াবের (ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) সাধারণ সম্পাদক।
রোববার (১৩ আগস্ট) বিসিবির পক্ষ থেকে দেবব্রতের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ই-মেইলের মাধ্যমে পাঠানো পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণ ছাড়া কিছু উল্লেখ করেননি তিনি। আলোচনা করে পদত্যাগপত্র গ্রহণ করার বিষয়ে সিদ্ধান্ত নেবে বোর্ড।
প্রসঙ্গত, সম্প্রতি ‘ক্রিকেট অঙ্গন’ নামের একটি সংগঠনের ব্যানারে সরকার বিরোধী মিছিল ও সমাবেশে অংশ নেন দেবব্রত। এ কারণে বোর্ড সংশ্লিষ্ট কারো প্রশ্নের মুখে পড়ে তিনি পদত্যাগ করতে পারেন বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, দেবব্রত ১৪টি প্রথম শ্রেণি ও ১৮টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন। আর ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেছেন ২৭টি প্রথম শ্রেণি, ৬০টি লিস্ট ‘এ’ ও ৪৭টি টি-টোয়েন্টি ম্যাচে।
এমএইচএফ