আসন্ন ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। মূল পর্বের টিকিট পেতে হলে ১০ দলের বাছাই পর্বের বাধা টপকে আসতে হবে।
তার আগে প্রস্তুতি হিসেবে আগামী মাসে শারজায় স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। যা আরব আমিরাতের জন্য ঐতিহাসিক এক সিরিজ। কারণ, এবারই প্রথম তারা দ্বিপক্ষীয় কোনও সিরিজে মুখোমুখি।
৫, ৭ ও ৯ জুন তিন ম্যাচের সিরিজের সবগুলো ম্যাচই হবে দিবা-রাত্রির। এই সিরিজ খেলার পর দুই দল জিম্বাবুয়েতে অনুষ্ঠেয় বাছাই টুর্নামেন্টের উদ্দেশ্যে রওয়ানা হবে। সেখানে ১৮ জুন এ টুর্নামেন্ট শুরু হয়ে, ৯ জুলাই শেষ হবে।
বাছাই পর্বে অংশ নেবে ১০টি দল। সেখান থেকে ২টি দল বিশ্বকাপের মুুল পর্বে খেলার সুযোগ পাবে। বাছাইয়ের দলগুলো হলো- স্বাগতিক জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, নেপাল, ওমান, স্কটল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্র।