বিশ্বকাপ ক্রিকেটের বাছাইপর্ব শুরু কাল

১০ দলের অংশগ্রহণে আগামী অক্টোবর মাসে ভারতে অনুষ্ঠিত হবে ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্ট।  ইতিমধ্যে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ভারত , পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ ৮টি দল মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে।  বাকি দুই দল আসবে ১০ দলের বাছাই পর্ব থেকে।

এই ১০ দলের লড়াই জিম্বাবুয়ে’তে শুরু হচ্ছে রোববার (১৮ জুন) থেকে।  দুই গ্রুপে ভাগ হয়ে রাউন্ড রবীন লিগ পদ্ধতিতে একে অপরের মুখোমুখি হবে।  এতে ‘এ’ গ্রুপে রয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে, নেপাল, ওয়েস্ট ইন্ডিজ, মার্কিন যুক্তরাষ্ট্র  ও নেদারল্যান্ডস এবং ‘বি’ গ্রুপের ৫টি দল হচ্ছে- শ্রীলংকা, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও ওমান।

রোববার (১৮ জুন) উদ্বোধনী দিনে ২টি খেলায় ‘এ’ গ্রুপে স্বাগতিক জিম্বাবুয়ে ও নেপাল এবং ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্র  মুখোমুখি হবে।  পৃথক পৃথক মাঠে খেলা ২টি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১টায়।