বিশ্বকাপ ক্রিকেটের বাছাইপর্ব শুরু ১৮ জুন

২০২৩ ক্রিকেট বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্ট  আগামী অক্টোবর মাসে ভারতে অনুষ্ঠিত হবে।  ইতিমধ্যে ৮টি দল মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে।  তার আগে বাছাই পর্ব উতরে আরো ২ টি দল মূল পর্বে ঐ ৮টি দলের সাথে যুক্ত হবে।

আগামী ১৮ জুন থেকে জিম্বাবুয়েতে ১০ দলের এই বাছাই পর্ব শুরু হবে।  ১০টি দল ২টি গ্রুপে ভাগ হয়ে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে একে অপরের মুখোমুখি হবে।  এরপর ২টি গ্রুপের শীর্ষ স্থানীয় ৩টি করে মোট ৬টি দল নিয়ে সুপার সিক্স অনুষ্ঠিত হবে।

জিম্বাবুয়ের ৪টি মাঠে বাংলাদেশ সময় দুপুর ১ টায় খেলাগুলো অনুষ্ঠিত হবে।  উদ্বোধনী দিনে ২ টি খেলায় ‘এ’ গ্রুপে স্বাগতিক জিম্বাবুয়ে ও নেপাল এবং ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্র মুখোমুখি হবে।  ‘এ’ গ্রুপের অপর দলটি হচ্ছে, নেদারল্যান্ডস।  এছাড়া ‘বি’ গ্রুপের ৫ টি দল হচ্ছে, শ্রীলংকা, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও ওমান।