এশিয়া কাপ নিয়ে জটিলতা কেটে যাওয়ার পর বিশ্বকাপ নিয়েও জটিলতার অবসান হবে ভেবেছিলো সবাই। কিন্তু আদৌ সেই জটিলতা কাটেনি। বরং, ভারতের মাটিতে বাবর আজমদের খেলতে পাঠানো হবে কি না তা নিয়ে এখনও অনিশ্চয়তা, সংশয়ে রয়েছে পাকিস্তান সরকার। বিশেষ করে, পাকিস্তানের ক্রীড়ামন্ত্রী এহসান মাজারির একটি মন্তব্য ঘিরে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা।
তিনি জানিয়েছেন, প্রয়োজন হলে পাকিস্তান বিশ্বকাপ থেকে সরে দাঁড়াবে। এরই পরিপ্রেক্ষিতে পাকিস্তান ক্রীড়ামন্ত্রীর এহসান মাজারির বক্তব্য, আহমেদাবাদে খেলতে পাকিস্তানের তেমন সমস্যা নেই। তবে ভারত এশিয়া কাপ নিয়ে নিরপেক্ষ ভেন্যুও ব্যাপারে অনড় থাকলে পাকিস্তানও বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না।
বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচ প্রসঙ্গে মাজারি বলেন, ‘প্রথম যখন শুনলাম ভারতের সঙ্গে আহমেদাবাদে খেলতে হবে, তখন মনে মনে হেসেছিলাম। নিজেকে বলেছিলাম, আমাদের ভারতে না যাওয়াটাই নিশ্চিত করা হচ্ছে। ’
মাজারি বলেন, ‘আহমেদাবাদ কোনও বিষয় নয়। পাকিস্তান আগেও সেখানে খেলেছে। সবই সম্ভব, কিন্তু আগে ভারতের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া প্রয়োজন। ভারতের উচিত পাকিস্তানে এসে খেলা ’
ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য পাকি প্রধানমন্ত্রী ক’দিন আগে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছেন। এরপর এ মন্তব্য করেন পাক ক্রীড়ামন্ত্রী।