বিশ্বকাপে খেলবেন উইলিয়ামসন !

নিউজিল্যান্ড দলের ব্যাটিংয়ের সবচেয়ে বড় স্তম্ভ।  অথচ কেন উইলিয়ামসন বিশ্বকাপের মতো বড় আসরে খেলতে পারবেন কিনা, সেটি ভীষণ অনিশ্চিত।  বলতে গেলে সম্ভাবনা নেই বললেই চলে।  গত ৩১ মার্চ আইপিএলের উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ফিল্ডিং করতে গিয়ে হাঁটুর চোটে পড়েন গুজরাট টাইটান্সে নাম লেখানো উইলিয়ামসন।  চোট বেশ গুরুতর ছিল, ফলে এপ্রিল মাসে করান অস্ত্রোপচার।

অস্ত্রোপচারের পর সেরে উঠতে কয়েক মাস সময় লেগে যায়।  বিশ্বকাপের বাকি আর সাড়ে তিন মাসের মতো।  যদি টুর্নামেন্টের আগে সুস্থও হয়ে উঠেন, তারপরও ম্যাচ ফিটনেসের একটা ব্যাপার আছে।  চাইলেই হুটহাট মাঠে নেমে যেতে পারবেন না।

উইলিয়ামসন বিশ্বকাপ খেলতে পারবেন না, সেটি যেন ধরেই নিয়েছে নিউজিল্যান্ড।  তারা জানিয়েছে, প্রয়োজনে দলের মেন্টর করে তাকে সঙ্গে নেওয়া হবে।  তবে উইলিয়ামসন নিজে খেলার আশা ছাড়ছেন না। ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে আপাতত সপ্তাহ ধরে ধরে এগোচ্ছেন তিনি।

সোমবার (২৬ জুন) গণমাধ্যমের সঙ্গে আলাপে উইলিয়ামসন বলেন, ‘এখন সপ্তাহ ধরে ধরে এগোনোর চেষ্টা করছি।  আগে কখনও এত দীর্ঘমেয়াদি ইনজুরিতে পড়িনি।  তবে যাদের এমন হয়েছে, তাদের সঙ্গে কথা বলছি।  এই যাত্রাটা বেশ দীর্ঘ, যদি খুব বেশি দূরে তাকান, তবে ব্যাপারটা কঠিন হয়ে যেতে পারে। ’

ভারতে বিশ্বকাপ হবে অক্টোবর-নভেম্বরে।  তার আগে ধাপে ধাপে এগোতে চান উইলিয়ামসন, ‘এক সপ্তাহ লক্ষ্য করে যদি এগোই, ছোট ছোট ধাপ পেরিয়ে যাই, ক্ষুদ্র ক্ষুদ্র জয়ই দারুণ অভিজ্ঞতা।  তবে এটাও জানতে হবে, পথটা মসৃণ নয়। এ পথে বাধা থাকবেই। ’