বিশ্বকাপের ট্রফি উন্মোচন করবেন দীপিকা, নাচবেন নোরা ফাতেহি

শাহরুখ খানের সাথে নতুন সিনেমার প্রকাশিত ট্রেলার নিয়ে বেশ বিপাকেই আছেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন। পাঠান ছবির বেশরম গানের ট্রেলার ছড়িয়ে পড়তেই অশ্লীলতার অভিযোগ ওঠে দুজনের বিরুদ্ধে। গানের দৃশ্য শেয়ার করেই দেয়া হয়েছে ছবিটি বয়কটের ডাক। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ‘বয়কট পাঠান’ ট্রেন্ডিং।

এরই মধ্যে ইতিহাস গড়তে চলেছেন বলিউডোর লাস্যময়ী এ নায়িকা। ভারতের প্রথম অভিনেত্রী হিসেবে এবারের বিশ্বকাপের ট্রফি উন্মোচন করবেন দীপিকা।

ভারতীয় গণমাধ্যমগুলো জানাচ্ছে, বিমানবন্দরে ফটোগ্রাফারদের মুখোমুখি হন এই দীপিকা। তখন এক ফটোগ্রাফার তাঁকে বলেন, ‘ম্যাডাম, মেসির সঙ্গে একটা সেলফি তুলে শেয়ার করবেন, আমরা মেসির অনেক বড় ভক্ত।’ উত্তরে দীপিকা বলছেন, ‘আচ্ছা বলব।’

এর আগে বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বলিউডের আইটেম ড্যান্সার নোরা ফাতেহি। লুসাইল আইকনিক স্টেডিয়ামে আজ রাত ৯টায় মঞ্চস্থ হবে সেই যুদ্ধ, যার জন্য অপেক্ষা চার বছরের। কাতার বিশ্বকাপের ফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনা নামবে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্সের বিপক্ষে।