বিশ্বকাপের চূড়ান্ত সূচি প্রকাশিত হচ্ছে কাল

২০১৯ বিশ্বকাপের আয়োজক ইংল্যান্ড ১৩ মাস আগে এবং ২০১৫ বিশ্বকাপের আয়োজক অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ড ১৮ মাস আগে প্রকাশ করেছিল ভেন্যু ও পূর্ণাঙ্গ সূচি।  কিন্তু ২০২৩ বিশ্বকাপের আয়োজক ভারত বিশ্বকাপ শুরুর ৩ মাস ১০ দিন তথা ১০০ দিন আগে  মঙ্গলবার ( ২৭ জুন) বিশ্বকাপের সূচি ঘোষণা করবে আইসিসি ও বিসিসিআই।

এ উপলক্ষ্যে মুম্বাইতে একটি ইভেন্টেরও আয়োজন করা হয়েছে।  অর্থাৎ বিশ্বকাপের ১০০ দিন কাউন্ট ডাউন উপলক্ষ্যে প্রকাশিত হতে যাচ্ছে চূড়ান্ত সূচি।  মূলত পাকিস্তান ও ভারতের ঠেলাঠেলির কারণে সূচি প্রকাশ করতে সময় লাগে আইসিসির।

দুটি দেশের সঙ্গে সমন্বয় করেই এই সূচি প্রকাশ করতে যাচ্ছে বিশ্ব ক্রিকেটের অভিভাবক।  যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এখনো আইসিসির পাঠানো খড়সা সূচিতে অনুমোদন দেয়নি।  আগামী ৫ অক্টোবর শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ।  ১০ দল নিয়ে যা চলবে ১৯ নভেম্বর পর্যন্ত।