বাংলাদেশ দলের বিশ্বকাপ ক্রিকেট মিশন শুরু হবে ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে। তার আগে, প্রতিটি দলের মতো দুটি করে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ।
এতে প্রথম প্রস্তুতি ম্যাচ ২৯ সেপ্টেম্বর। এতে প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশ পাবে বিশ্বকাপ কোয়ালিফাইয়ার পার করে আসা দ্বিতীয়স্থানে থাকা দলটিকে। সেটি হতে পারে শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে বা স্কটল্যান্ডের যে কেউই।
দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড, ম্যাচটি অনুষ্ঠিত হবে ২ অক্টোবর। এ দুটি প্রস্তুতি ম্যাচই অনুষ্ঠিত হবে ভারতের গোহাটিতে।