বিরোধ মিটে গেছে দেবর-ভাবির

জিএম কাদেরের দলীয় দায়িত্ব পালনে বাধা নেই: হাইকোর্ট

জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ এমপির সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।  এর মধ্য দিয়ে বিরোধের মেঘ কাটতে শুরু করেছে সদ্য দেশে ফেরা ভাবি রওশনের সঙ্গে দেবর কাদেরের।

মঙ্গলবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে দশটা থেকে আধঘণ্টার এ বৈঠক হয় ঢাকার স্থানীয় একটি হোটেলে।  ব্যাংকক থেকে চিকিৎসা শেষে দেশে ফেরা রওশন এরশাদ ওই হোটেলেই অবস্থান করছেন।

বৈঠকে রওশন কাদেরকে বলেন, ‘ভালোভাবে দল চালাও, পাশে আছি।  সব ঠিক হয়ে যাবে।’

বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, পার্টির প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টু।

পরে এমপি বাবলা বলেন, এটা দেবর-ভাবির বৈঠক।  অত্যন্ত আন্তরিক ও সৌজন্যমূলক কথাবার্তা হয়েছে।  রওশন এরশাদের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন জিএম কাদের।

রওশন এরশাদের ডাকা কাউন্সিলও আর হবে না বলে জানান বাবলা। তিনি বলেন, বরফ গলে গেছে।  দেবর-ভাবির বিরোধ মিটে গেছে।  আর বহিষ্কৃতদের আমরা দলে ফিরিয়ে আনার চেষ্টা করব।

রওশন এরশাদের সঙ্গে তার ছেলে সাদ এরশাদ এ সময় উপস্থিত ছিলেন।

এদিকে, গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের দায়িত্ব পালনে যে নিষেধাজ্ঞা ছিল সেটি স্থগিত করে দিয়েছেন হাইকোর্ট।  এর ফলে আগামী ৩ জানুয়ারি পর্যন্ত জিএম কাদেরের দলীয় দায়িত্ব পালনে আর কোনো বাধা রইলো না।

মঙ্গলবার (২৯ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি শেখ আবদুল আউয়ালের একক বেঞ্চ এ আদেশ দেন।  আদালতে জিএম কাদেরের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম।  তিনি বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

জাতীয় পার্টি থেকে বহিষ্কারের পর গত ৪ অক্টোবর সাবেক এমপি জিয়াউল হক মৃধা জিএম কাদেরের বিরুদ্ধে মামলা করেন।  সেই মামলার আলোকে জিএম কাদেরকে দলীয় কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেন আদালত।

৩১ অক্টোবর ঢাকার যুগ্ম জেলা জজ (প্রথম আদালত) মাসুদুল হক এ আদেশ দেন।