বিয়ে করলেন গায়িকা বুশরা

দীর্ঘদিনের প্রেমিককে বিয়ে করলেন তরুণ প্রজন্মের সংগীতশিল্পী বুশরা শাহরিয়ার।  শনিবার (১৭ জুন) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে এই শিল্পীর বিয়ে সম্পন্ন হয়।  যেখানে দুই পরিবারের সবাই, নিকটাত্মীয় ও বন্ধু-বান্ধবরা উপস্থিত ছিলেন।

বুশরা জানান, তার বরের নাম আসিফ নাওয়ার চিশতি।  পেশায় তিনি একজন ব্যবসায়ী।  আসিফের সঙ্গে তার পরিচয় হয় এক বন্ধুর মাধ্যমে।  তবে পিএইচডি করতে গিয়ে ৫ বছর ভারতে ছিলেন গায়িকা।  ফলে দুজনের কথা হতো অনলাইনে, সোশ্যাল মিডিয়ায়।

সম্পর্ক গাঢ় হওয়ার পর দুজনে হৃদয়ে বাকি জীবন একসঙ্গে কাটানোর উপলব্ধি আসে।  সেই ভাবনা থেকেই মালা বদল।  চিশতিকে আপন করে পাওয়ার বিষয়টিকে বুশরা ব্যাখ্যা করলেন এভাবে, আমি আমার অভিমান ভাঙানোর মানুষটিকে খুঁজে পেয়েছি।  তাই জীবনের নতুন অধ্যায়ের পাতা খুললাম।  সবার কাছে দোয়া চাই।

তবে বুশরা যেহেতু গানের সঙ্গে যুক্ত, তাই শোবিজের মানুষদের নিয়ে আগামী ডিসেম্বরে বড় পরিসরে বিবাহোত্তর সংবর্ধনা করবেন বলে জানালেন।

প্রসঙ্গত, ‘উৎসবের বাংলাদেশ’, ‘ভালোবাসার বাংলাদেশ’, ‘গল্প হবি আয়’ ইত্যাদি গানে কণ্ঠ দিয়ে জনপ্রিয়তা পান বুশরা শাহরিয়ার।  গতবছর ‘একশ নালিশ’ ও ‘তোমার যদি’ শিরোনামে দুটি গান উপহার দিয়েছিলেন তিনি ।