বিমানের প্রশংসায় পঞ্চমুখ সাকিব আল হাসান

বিমান বাংলাদেশের ড্রিমলাইনারে কানাডা থেকে সপরিবারে ঢাকায় ফিরেছেন সাকিব আল হাসান। আর সেই আনন্দময় মুহূর্ত শেয়ার করেছেন ফেসবুকে।

জানা যায়, পরিবার আগে থেকেই যুক্তরাষ্ট্র থাকে। সেখান থেকেই ঘুরতে কানাডা গিয়েছিলেন এই নাম্বার ওয়ান অলরাউন্ডার।

নিজের দেওয়া ফেসবুক পোষ্টে বাংলাদেশ বিমানের সার্ভিস নিয়ে সন্তুষ্ট হয়ে বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ড্রিমলাইনের চড়ে কানাডা থেকে ঢাকা আসলাম। সুপরিষর, ব্র্যান্ড নিউ উড়োজাহাজে সপরিবারে প্রথমবারের মতো দীর্ঘ ভ্রমণে ওয়াইফাই সুবিধা সহ ইনফ্লাইট এন্টারটেইনমেন্ট এবং চমৎকার যাত্রী সেবায় আমরা সবাই মুগ্ধ।। বাংলাদেশ বিমানের পাইলটদের টেক অফ ও ল্যান্ডিং সব সময়ই আমার কাছে স্বস্তিদায়ক। এবারও তার ব্যতিক্রম ছিলনা । ফ্লাইটে ক্রুদের আন্তরিক সেবা এবং চমৎকার খাবার পরিবারসহ উপভোগ করেছি।

বাংলাদেশ বিমানের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। আমি আশা করি বিমানে করে আমরা ভবিষ্যতে পৃথিবীর আরও অনেক নতুন গন্তব্যে পৌঁছাতে পারবো।

এর আগের ঈদে ঢাকাতে একা ঈদ করেছিলেন সাকিব। এবার সপরিবারে নিজ জেলা মাগুরাতে যাবেন তিনি।