বিপর্যয়ের মুখে বাংলাদেশ

২০৬ রানের পাহাড়সম রান তাড়া করতে গিয়ে খেই হারিয়ে ফেলেছে বাংলাদেশ দল। মাত্র ৬ ওভারে ৪৭ রান তুলতেই শান্ত, সৌম্য, সাকিব, আফিফকে হারিয়ে ধুকছে টাইগাররা।

২০৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা দুর্দান্ত করেছিলেন দুই ওপেনার সৌম্য সরাকার আর নাজমুল হোসেন শান্ত। কাগিসো রাবাদার প্রথম ওভারে থেকেই দুই টাইগার ওপেনার তুলে নেয় ১৭ রান।

দ্বিতীয় ওভারে এসে কিছুটা ক্ষান্ত দিয়ে দুই ওপেনার তুলেছেন ৯ রান। শুরুর ২ ওভার থেকেই এসেছে ২৬ রান। ২০৬ রানের টার্গেটে হয়তো প্রয়োজনও ছিলো এমন শুরুর।

তবে বিপত্তির শুরু এরপর থেকেই। এনরিখ নর্টজের করা তৃতীয় ওভারে একসঙ্গেই আউট হয়ে সাজঘরে ফেরেন দুই ওপেনারই। শান্ত ৯ বলে ৯ এবং সৌম্য করেন ৬ বলে ১৫ রান। এরপর সাকিব ৪ বলে ১ ও আফিফ ৫ বলে ১ রান করে ফিরে গেলে বিপদে পড়ে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত ক্রিজে টিকে আছেন লিটন ও মিরাজ।

টি-টুয়েন্টি বিশ্বকাপে এটি উভয় দলের দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে নেদারল্যান্ডকে হারিয়ে ২ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। অপরদিকে জিম্বাবুয়ের সাথে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ১ পয়েন্ট হারিয়েছে দক্ষিণ আফ্রিকা।