বিপন্ন মানুষের মুখে হাসি ফুটাতে কাজ করছেন রোটারিয়ানরা

রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাং এর সভা ক্লাব সভাপতি এস এম জমির উদ্দিন এর সভাপতিত্বে নগরীর চিটাগাং ক্লাবে আজ শনিবার (২১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন সাবেক ডিস্ট্রিক্ট সেক্রেটারি সিপি মোহাম্মদ শাহজাহান, পিপি এমদাদুল আজিজ চৌধুরী, পিপি ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন,আইপিপি জামাল উদ্দিন শিকদার, সেক্রেটারী ড. আয়েশা আফরিন, বুলেটিন এডিটর ফারিহা তাবাসসুম চৌধুরী, জয়েন্ট সার্জেন্ট এট আর্মস এম এ মতিন, রোটারেক্টর ওংশালা মারমা, রোটারেক্টর কাওসার আহমেদ প্রমুখ।

সভাপতির বক্তব্যে রোটারিয়ান এস এম জমির উদ্দিন বলেন, বিপন্ন মানুষের মুখে হাসি ফুটাতে রোটারিয়ানরা নিরলসভাবে কাজ করছেন।

রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাং সবসময় মানবিক কর্মকান্ডের মাধ্যমে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে উল্লেখ করে তিনি মানবতার কল্যাণে আরো বেশি বেশি কাজ করার জন্য উদাত্ত আহ্বান জানান।