বিদায়ী অর্থবছরে চট্টগ্রাম বন্দরে কমেছে কনটেইনার হ্যান্ডলিং

বিদায়ী অর্থবছরে (২০২২-২০২৩) চট্টগ্রাম বন্দরে দুই খাতে উন্নতি হলেও কনটেইনার হ্যান্ডলিংয়ে পিছিয়ে পড়েছে। সদ্য শেষ হওয়া অর্থবছরে চট্টগ্রাম বন্দরের তিনটি হ্যান্ডলিং সূচকের মধ্যে কার্গো ও জাহাজ হ্যান্ডলিয়ে উন্নতি হয়েছে, কমেছে কনটেইনার হ্যান্ডলিং।

বন্দর সূত্রে জানা যায়, ২০২২-২০২৩ অর্থবছরে চট্টগ্রম বন্দরে কনটেইনার হ্যান্ডলিং হয়েছে ৩০ লাখ ৭ হাজার ৩৪৪ একক। যা গত অর্থবছর থেকে ২ লাখ ৪৮ হাজার ১৪ একক কম। হ্যান্ডলিং কম হলেও দেশের এই প্রধান সমুদ্রবন্দর থ্রি-মিলিয়ন হ্যান্ডলিংয়ের অবস্থান ধরে রেখেছে। ২০২১-২০২২ অর্থবছরে চট্টগ্রাম বন্দর ৩২ লাখ ৫৫ হাজার ৩৫৮ একক কনটেইনার হ্যান্ডলিং করেছিল।

পরিসংখ্যান পর্যালোচনায় দেখা যায়, সর্বশেষ অর্থবছরে কার্গো হ্যান্ডলিং বেড়েছে এক লাখ সাড়ে ২২ হাজার মেট্রিক টন। বিদায়ী অর্থবছরে কার্গো হ্যান্ডলিং হয়েছে ১১ কোটি ৮২ লাখ ৯৬ হাজার ৭৪৩ মেট্রিক টন। আগের অর্থবছওে কার্গো হ্যান্ডলিং হয়েছে ১১ কোটি ৮১ লাখ ৭৪ হাজার ১৬০ মেট্রিক টন।

বিদায়ী ২০২২-২০২৩ অর্ধবছরে জাহাজ ভিড়েছে ৪ হাজার ২৫৩টি। আগের ২০২১-২০২২ অর্থবছরে জাহাজের সংখ্যা ছিল ৪ হাজার ২৩১। বিদায়ী অর্থবছরে জাহাজ বেড়েছে ২২টি।