বিক্ষোভ মিছিলে আ.লীগের দখলে মিরসরাইয়ের রাজপথ, বিএনপির সভা নিয়ে শঙ্কা

চট্টগ্রামের মিরসরাইয়ে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ সন্ধ্যায় ১৬ ইউনিয়ন ও ২ পৌরসভায় একযোগে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠন। একই দিন বিকেলে বিএনপির কেন্দ্র ঘোষিত সমাবেশ স্থল থেকে মঞ্চ নির্মাণের সরঞ্জাম সরিয়ে নিতে বাধ্য করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।

এদিকে বিএনপির কেন্দ্রীয় নেতারাও নির্ধারিতস্থানে সমাবেশের ব্যাপারে অনড় অবস্থানে রয়েছেন। বিএনপির কেন্দ্রীয় নেতা গোলাম আবর খন্দকার জানান, মিরসরাই উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনের সহযোগিতায় তাদের পরামর্শ মোতাবেক মিরসরাই পৌরবাজারের দক্ষিণ পাশে সমাবেশের স্থান নির্ধারণ করা হয়েছিল। সে মোতাবেক সমাবেশের মঞ্চ তৈরি জন্য প্রস্তুতি নিয়েছিল মিরসরাই উপজেলা বিএনপি। দুপুরে কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ জেলা ও উপজেলা বিএনপি সমাবেশস্থল পরিদর্শন করেছিলাম। পুলিশের কাছ থেকে তখনও বাধা আসেনি। পরে কোনো কারণ ছাড়াই মঞ্চ নির্মাণে বাধা সৃষ্টি করে পুলিশ। পুলিশের এমন দ্বিমুখি আচরণ আমরা আশা করিনি। আমরা এখনো আশা করছি তাদের শুভবুদ্ধির উদয় হবে। এটি বিএনপিন কেন্দ্র ঘোষিত কর্মসূচি, যে কোনো মূল্যে আমরা এটিকে বাস্তবায়ন করব।

দুপুরে সমাবেশস্থল পরিদর্শন করেছেন বিএনপি নেতারা

 

মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী বলেন, সমাবেশ স্থলের মঞ্চ তৈরির সরঞ্জাম সরিয়ে নিতে বাধ্য করা হয়েছে মিরসরাই থানা প্রশাসন থেকে। আমাদের সমাবেশ আগামীকাল। আশা করছি এর ভিতরে যেকোনো একটা বিকল্প ব্যবস্থা হবে। আমাদের আগামীকালের সমাবেশ হবে আমরা এতটুকুই জানি, সেখানে মঞ্চ থাকতে পারে, নাও থাকতে পারে। সমাবেশের জন্য মঞ্চ বাধ্যতামূলক নয়।

জানতে চাইলে মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসাইন ভূঁইয়া বলেন, বিএনপির কর্মসূচিকে ঘিরে নয় বরং বিএনপির সন্ত্রাসীদের অতর্কিত হামলায় ছাত্রলীগ কর্মী রুমন হত্যার প্রতিবাদে মিরসরাই উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ১৬ ইউনিয়ন ও ২ টি পৌরসভায় এক যোগে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে। এছাড়া আগামী ৬ অক্টোবর সরকারদলীয় শান্তি সমাবেশের প্রচার-প্রচারণা ও নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করতে এই বিক্ষোভ সমাবেশ। বিএনপির সমাবেশকে ঘিরে আমাদের কোনো মাথা ব্যথা নেই।

সতর্ক অবস্থানে মিরসরাই উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ

 

মিরসরাই থানার অফিসার ইনচার্জ কবির হোসেন জানান, বিএনপি কেন্দ্র ঘোষিত পথসভায় দলটির মহাসচিব মীরজাফ ফরুল সাহেব এখানে বক্তব্য দিবেন। তারা সমাবেশের মঞ্চ স্থাপনের জন্য যে স্থানটি নির্ধারণ করেছে সেটি অত্যন্ত সংকীর্ণ এবং নিচু স্থান। তারা হয়তো চিন্তা করেছে যে মঞ্চ স্থাপনের স্থানটি উপযুক্ত হয়নি তাই হয়তো তাদের মঞ্চ স্থাপনের সরঞ্জাম সরিয়ে নিয়েছে। এখন তারা রাজনৈতিক ফায়দা লুটার জন্য অথবা পাবলিক সিম্পিথি অর্জনের জন্য পুলিশ প্রশাসনকে জড়িয়ে মিথ্যা প্রচারণা চালাচ্ছে।