বিএনপি চাইছে ঢাকায় সমাবেশ, পুলিশ বলছে বিকল্প ভাবতে

আগামী ১০ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশ করতে চায় বিএনপি।  সমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মহানগর পুলিশের কাছে আবেদনও করেছে দলটি।  কিন্তু পুলিশ বলছে বিকল্প জায়গায় মহাসমাবেশ করতে।  পুলিশ নয়াপল্টন বা বিএনপির দলীয় কার্যালয় কিংবা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দিতে চাইছে না।  তবে ঢাকার আশপাশে সমাবেশের অনুমতি দিতে রাজি আছে পুলিশ।

কিন্তু বিএনপি নেতারা বলছেন, যে কোনো মূল্যে মহাসমাবেশ ঢাকার ভেতরেই করতে চায় তারা।

জানা গেছে, বিভাগীয় সমাবেশের বিবেচনায় ঢাকার কাছাকাছি টঙ্গীর ইজতেমা মাঠ, পূর্বাঞ্চলে বাণিজ্য মেলার মাঠ অথবা মিরপুরের কালসি মাঠ ব্যবহারের মৌখিক প্রস্তাব দেয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে।

সম্প্রতি ঢাকায় এক সমাবেশে বিএনপি নেতা আমান উল্লাহ আমান বলেন, ‘আগামী ১০ ডিসেম্বরের পরে শেখ হাসিনার কথায় দেশ চলবে না।  ১০ ডিসেম্বরের পরে খালেদা জিয়ার কথায় দেশ চলবে।’  ওই বক্তব্যের পর রাজনৈতিক মাঠে উত্তাপ ছড়িয়ে পড়ে।

আওয়ামী লীগের নেতারাও পাল্টা বক্তব্য দেন।  দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একাধিকবার বলেছেন, ডিসেম্বরে খেলা হবে।  এমনকি সমাবেশের নামে বিএনপিকে কোনো ধরনের নৈরাজ্য করতে দেয়া হবে না বলে জানান নেতারা।  দলের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক ‘বিএনপি বেশি বাড়াবাড়ি করলে হেফাজতের মতো অবস্থা হবে’ বলে জানিয়ে দিয়েছেন।

তবে বিএনপি নেতারা বলছেন, কোনো ধরনের ভয় দেখিয়ে সমাবেশ বন্ধ করা যাবে না।

বিএনপি ঢাকা মহানগর নেতা আব্দুস সালাম বলেন, ‘আমরা আশা করব, পুলিশ আর সময় ক্ষেপণ না করে অতি দ্রুত আমাদের সমাবেশ স্থানের অনুমতি দেবে।  এতে করে আমাদের প্রচার-প্রচারণাসহ যে কাজগুলো আছে সেগুলো শুরু করতে পারব।’

আব্দুস সালাম আরো বলেন, কয়দিন আগে যুবলীগ সমাবেশ করেছে।  বিএনপির সমাবেশে কেন অনুমতি দেয়া হবে না।

বিএনপি ১০ ডিসেম্বর সমাবেশের জন্য ঢাকা ছাড়া বিকল্প কিছু ভাবছে না।  বিএনপি নেত্রী শ্যামা ওবায়েদ বলেন, বাধাবিপত্তি সত্ত্বেও ঢাকায় স্মরণকালের সমাবেশ হবে।

প্রসঙ্গত, বিএনপি ঢাকায় মহাসমাবেশ করতে আগেভাগেই অনুমতি চেয়ে আবেদন করে ঢাকা মহানগর পুলিশের কাছে।  তবে পুলিশ ঢাকার ভেতরে সমাবেশ করতে দিতে রাজি নয়।