বিএনপি কার্যালয়ে ঢুকতে পারবে নেতাকর্মীরা

নয়াপল্টন সড়ক থেকে ব্যারিকেড তুলে নিয়েছে পুলিশ।  বিএনপি কার্যালয়ে নেতাকর্মীদের ঢুকতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান।

রোববার (১১ ডিসেম্বর) তিনি গণমাধ্যমকে জানান, ‘বিএনপি কার্যালয়ে নেতাকর্মীরা প্রবেশ করতে পারবে।  পুলিশ কোনো বাধা দেবে না।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিএনপি কার্যালয়ে যে তালা লাগানো, সেটির চাবি বিএনপি নেতা-কর্মীদের কাছেই রয়েছে।  তারা যখন খুশি ঢুকতে বা বের হতে পারবে।  তারা তাদের কার্যালয়ে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে।  এতে পুলিশ কোনো বাধা দেবে না।’

তিনি আরও বলেন, ১০ ডিসেম্বরের গণসমাবেশকে কেন্দ্র করে বুধবার (৭ ডিসেম্বর) বিএনপির পার্টি অফিসকেন্দ্রিক সংঘর্ষের ঘটনা ঘটে।  এ ঘটনায় মামলা হয়।  মামলার কার্যক্রম ও ক্রাইম সিনের জন্য বিএনপির কার্যালয় ক’দিন বন্ধ ছিল।

নয়াপল্টনে বাড়তি পুলিশ মোতায়েন থাকবে কি না, এ প্রসঙ্গে ডিসি বলেন, ‘আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য যতটুকু প্রয়োজন, ঠিক ততটুকুই রাখা হবে।’

তবে এখনও বিএনপি কার্যালয়ে কোনো নেতা-কর্মীকে প্রবেশ করতে দেখা যায়নি।  বেলা সাড়ে ১২টার পর থেকে নেতাকর্মীরা কার্যালয়ে আসতে শুরু করেন।  তারা কার্যালয়ে প্রবেশ করার জন্য ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক ইমরান সালেহ প্রিন্সের অপেক্ষা করছেন।  কার্যালয়ের আশপাশে পুলিশ মোতায়েন রয়েছে।

শনিবার (১০ ডিসেম্বর) গোলাপবাগ মাঠে গণসমাবেশ থেকে বিএনপি কার্যালয় খুলে দেয়ার দাবি জানানো হয়।  এর একদিনের মাথায় আজ রোববার কার্যালয়ে নেতাকর্মীদের প্রবেশে কোনো বাধা নেই বলে জানালো পুলিশ।