বিএনপির সমাবেশে হৃদরোগে একজনের মৃত্যু

রাজধানীতে বিএনপির মহাসমাবেশে হৃদরোগে আক্রান্ত হয়ে মাহমুদুর রহমান মাহমুদ (৪৫) নামের একজনের মৃত্যু হয়েছে। তিনি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য ছিলেন।

শুক্রবার (২৮ জুলাই) দুপুরে পল্টনে মিছিলরত অবস্থায় তিনি হৃদরোগে আক্রান্ত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, মিছিল নিয়ে নয়াপল্টনে যাওয়ার সময় সামনের সারিতে থাকা মাহমুদ অসুস্থ হয়ে পড়েন। নেতাকর্মীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে সামনে বৃষ্টি উপেক্ষা করে বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির মহাসমাবেশ শুরু হয়। এই মহাসমাবেশে সারাদেশ থেকে দলীয় নেতাকর্মীরা অংশ নিয়েছেন।

সকাল থেকেই মহাসমাবেশেকে কেন্দ্র করে দলের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন নয়াপল্টন ও এর আশপাশের এলাকায়। এ সময় নেতাকর্মীদের সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে স্লোগান দিতে দেখা যায়।

এমএইচএফ