শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিএনপির আমলে আমাদের সমাবেশ বা কর্মসূচির আগে গণগ্রেপ্তার করা হতো। একেক দিনে সাত, আট, দশ হাজার মানুষকেও গ্রেপ্তার করা হতো।
শুক্রবার (৪ জানুয়ারি) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যোগদানের আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের রাজনৈতিক দলগুলো কর্মসূচি পালন করবে, সেটা তাদের নিজস্ব ব্যাপার। কিন্তু বিএনপির আমলে কোথাও সমাবেশ করা তো দূরে থাক, আমাদের কার্যালয়ের ভেতরে আটকে রাখা হতো।
দীপু মনি বলেন, সামনে নির্বাচন। আমরাও চাই, সবাই নির্বাচনে আসুক। বিএনপি মাঠে যাচ্ছে, সেটা ভালো। তবে মাঠে যাওয়ার নামে যদি কোনো অরাজকতা সৃষ্টি করা হয়, নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করা হয়, তাহলে কঠোরভাবে তা দমন করা হবে।
তিনি বলেন, শেখ হাসিনার সরকার জনগণের সরকার। এ কারণেই বিরোধী দলগুলো স্বাধীনভাবে সব কিছু করতে পারছে।