আহসানুল হাবিব সোহাগ, এন.গঞ্জ:
নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানের স্ত্রী সালমা ওসমান লিপি বলেছেন, বাংলাদেশের উন্নয়ন হচ্ছে দ্রুত গতিতে। পদ্মা সেতু হয়েছে, মেট্রো রেল হয়েছে, ট্যানেল লাইন হয়ছে, আরো অনেক উন্নয়ন হয়েছে। যারা উন্নয়ন চায় না যারা নিজেদের স্বার্থ চাইছে তারা বিএনপি। বিএনপি দেশের উন্নয়ন বা জনগণের জন্য আন্দোলন করছে না, নিজেদের স্বার্থে আন্দোলন করছেন। যদি তারা গণমানুষের জন্য আন্দোলন করত তাহলে মানুষ পুড়িয়ে মারত না। সাত তারিখ নির্বাচনের দিন আপনারা সকলেই ভোট কেন্দ্রে যাবেন। নিজেরা যাবেন এবং অপরজনদের সাথেও নিয়ে যাবেন। আপনারা নারীরা ও সেদিন ভোট কেন্দ্রে গিয়ে প্রমাণ করে দিন নারীরা ও প্রতিবাদ করতে শিখেছে।
শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেলে নাসিক ৮ নম্বর ওয়ার্ডের ধনকুন্ডা পপুলার স্কুল মাঠে আয়োজিত নির্বাচনী উঠান বৈঠকে কাউন্সিলর রুহুল আমিন মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লিপি ওসমান এ কথা বলেন।
তিনি বলেন, ষড়যন্ত্রে আমরা পা দেব না।৭ জানুয়ারি নৌকা মার্কায় ভোট দিয়ে শামীম ওসমানকে জয়যুক্ত করুন এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী করেন।
তিনি বিএনপিকে বলেন, যদি জনগণ আপনাদের চাইত তাহলে নির্বাচনে এসে তা প্রমাণ করতেন। আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারত না। চার বছরের এক শিশুকে ট্রেনে আগুনে পুড়িয়ে হত্যা করেছে। আমরা এর প্রতিবাদ করবো ৭ তারিখে ভোট কেন্দ্রে গিয়ে। একটা মানুষ হিসেবে প্রতিবাদ করব। ভোট কেন্দ্রে গিয়ে আপনারা প্রমাণ করবেন কোনো অন্যায় আপনারা মানবেন না।