পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, বিএনপির আগুন সন্ত্রাস ও বিশৃঙ্খলা রুখে দিতে প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তিনি বলেন, পূর্বে আগুন সন্ত্রাস যেভাবে মোকাবিলা করেছি, আগামী দিনেও সন্ত্রাসসহ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হলে তা মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত।
বুধবার (২৩ নভেম্বর) দুপুরে রাজশাহী পুলিশ লাইনসে মাদক ও সন্ত্রাসবিরোধী সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ঢাকার আদালত চত্বর থেকে জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনায় পুলিশের গাফিলতি আছে কিনা খতিয়ে দেখতে পুলিশের গঠিত কমিটি কাজ করছে। পাশাপাশি পলাতক জঙ্গিদের ধরতে পুলিশি তৎপরতা ব্যাপক বৃদ্ধি করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দকে সাথে নিয়ে প্রধানমন্ত্রীর ঘোষণার বাস্তবায়ন করব।
সরকারের উন্নয়নের প্রশংসা করে তিনি বলেন, আমরা উন্নয়নের মহাসড়কে আছি। এজন্য মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত পরিবেশ দরকার।
তিনি বলেন, আমরা জঙ্গিবাদ নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি। কিন্তু মাদকের ক্ষেত্রে এখনও স্বস্তি আসেনি। আমি বিশ্বাস করি, মাদকের এই সমস্যা থেকেও আমরা একদিন মুক্ত হব।