বিএনপিকে ‘নালিশ পার্টি’ বললেন সেতুমন্ত্রী

বিতর্কিত কর্মকাণ্ড থেকে বেরিয়ে এসে ছাত্রলীগকে সুনামের ধারায় ফিরিয়ে আনার আহবান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, অনেকে অমুক ভাই, তমুক ভাইকে মেনটেইন করে।  মেনটেইন করতে হবে বঙ্গবন্ধুর আদর্শ, শেখ হাসিনার সততা-সাহস।  মেনটেইন করতে হবে ডিসিপ্লিন।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, ‘১৩ বছরে বিএনপি ১৩ মিনিটও দাঁড়াতে পারেনি।  তারা নাকি সরকার পতন করবে!  বিএনপির মহাসমাবেশ সমাবেশে পরিণত হয়।  আর আমাদের সমাবেশ মহাসমাবেশে পরিণত হয়।’

ওবায়দুল কাদের বলেন, ‘১০ ডিসেম্বরকে কেন্দ্র করে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে, যাতে বিএনপি-জামায়াত সাম্প্রদায়িক অপশক্তি দেশের মধ্যে কোনো বিশৃঙ্খলা করতে না পারে।  শেখ হাসিনার উন্নয়ন দেখে তাদের জ্বালা বেড়েছে।’

তিনি বলেন, ‘গত ৪৭ বছরের সবচেয়ে সাহসী ও দক্ষ নেতৃত্বের নাম শেখ হাসিনা।  গত ৪৭ বছরের সবচেয়ে দক্ষ কূটনীতিকের নাম শেখ হাসিনা।  তিনি হলেন সংকটের ক্রাইসিস ম্যানেজার।  সকল কিছু মোকাবিলা করে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, যাবে।’

তিনি আরও বলেন, ‘বিএনপি-জামায়াতের অপশক্তির বিরুদ্ধে খেলা হবে।  এজন্য সকলকে প্রস্তুত থাকতে হবে।  আগামীকাল (বুধবার) থেকেই সকল পাড়ায়-মহল্লায়, থানা-ওয়ার্ডে আওয়ামী লীগ নেতাকর্মীদের পাহারা দিতে হবে।  কারণ জনগণের জানমাল রক্ষা করার দায়িত্ব আমাদের।’

সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপি শুধু দেশের বিরুদ্ধে বিদেশিদের কাছে নালিশ করে।  তারা হলো নালিশ পার্টি।’