চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী শিল্প এলাকার ম্যাক পেপার মিলস নামে একটি কাগজ তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (১৬ নভেম্বর) ভোর সাড়ে ৪টায় খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
কারখানা কর্তৃপক্ষ জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভোর সাড়ে ৪টায় আগুন লাগে। প্রথমদিকে শ্রমিকরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে। আগুন লাগা গোডাউনটি পুরানো কাগজের। আগুন না ছড়ালেও এখনও পুরোপুরি নেভেনি। সবগুলো ওয়েস্টেজ না সরানো পর্যন্ত আগুন এবং ধোঁয়া থাকবে।
সূত্র আরও জানায়, আগুন ভোরে লেগেছে। তখন কারখানা বন্ধ ছিল। গোডাউনে কেউ না থাকায় কোনো হতাহতের খবর আমরা পাইনি। তদন্তসাপেক্ষে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।