বিশেষ চাহিদা সম্পন্নদের নিয়েই স্পেশাল অলিম্পিক অনুষ্ঠিত হয়। স্পেশাল অলিম্পিকে বাংলাদেশ নিয়মিতই পদক পায়। এবার বার্লিন অলিম্পিকে বাংলাদেশ স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ মিলিয়ে মোট ৩৩টি পদক পেয়েছে।
বাংলাদেশ অভূতপূর্ব নৈপূন্য প্রদর্শন করে ৮টি ডিসিপ্লিনে ২৪টি স্বর্ণ, ৪টি রৌপ্য ৫টি ব্রোঞ্জ পদক জয় করে দেশের জন্য গৌরব বয়ে এনেছে। মহিলা ফুটবল, মহিলা হ্যান্ডবল ও ইউনিফায়েড ভলিবলে বাংলাদেশ দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। এ্যাথলেকিসে ৬টি স্বর্ণ, ৩টি রৌপ্য, ব্যাডমিন্টনে ৫টি স্বর্ণ, বোচীতে ৬টি স্বর্ণ, সাতারে ৪টি স্বর্ণ ৩টি ব্রোঞ্জ, মহিলা বাস্কেটবলে ও পুরুষ হ্যান্ডবলে ব্রোঞ্জ পদক জয় করে স্পেশাল অলিম্পিকস বাংলাদেশের ক্রীড়া দল বেশ চমক সৃষ্টি করেছে।
জার্মানির বার্লিনে ১৭-২৫ জুন ১১৩ সদস্যের বাংলাদেশ দল অংশগ্রহণ করেছে। দলে ৭৯ জন খেলোয়াড়, ৩০ জন কোচ ও সহকারি কোচ ২ জন ডাক্তার এবং ২ জন সহকারি দলনেতা রয়েছেন। বাংলাদেশের এই দলে ৭৯ জন খেলোয়াড়ের মধ্যে মহিলা খেলোয়াড় ৪৬ জন এবং পুরুষ খেলোয়াড় ৩৩ জন।
বাংলাদেশ দল বুধবার (২৮ জুন) সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর হয়ে ঢাকায় এসে পৌঁছাবে।