বার্ডস ও বক্সিরহাট জিতেছে

দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ

চট্টগ্রাম ২য় বিভাগ ক্রিকেট লিগে মঙ্গলবার (৩০ মে)  অনুষ্ঠিত ২টি খেলায় বার্ডস স্পোর্টিং ক্লাব ২ উইকেটে আবেদিন ক্লাবকে এবং বক্সিরহাট ইয়াং মেনস ক্লাবও একই ব্যবধানে পিডিবি আরসি’কে পরাজিত করেছে।

এমএ আজিজ স্টেডিয়াম অনুষ্ঠিত খেলায় আবেদিন ক্লাব প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ১৮৬ রান করে।  জবাবে বার্ডস স্পোর্টিং ক্লাব ৪৩ ওভারে ৮ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে।

আবেদিন ক্লাবের হয়ে দুর্জয় দে ম্যাচ সেরা ৭২ রান করেন।  এতে ৭টি চার ও ১টি ছক্কার মার ছিল।  অন্যান্যের মধ্যে মিহন ৩২ রান করেন।  বার্ডস স্পোর্টিং ক্লাবের রোকোনুল আবেদিন ৩টি এবং জাহেদুল হাসান ও আশিক আলম অপূর্ব ২টি করে উইকেট নেন।  বার্ডস স্পোর্টিং ক্লাবের আব্দুল কাদের ৪৬, আশফাক আহমেদ তালুকদার ২৮, সাইফুদ্দিন কায়সার ২২ রান করেন।  আবেদিন ক্লাবের হাসান মো. সায়মন ৩টি এবং দুর্জয় দে  ও সিরাজ জামাল ২টি করে উইকেট নেন।

মহিলা কমপ্লেক্স মাঠের খেলায় পিডিবি আরসি আগে ব্যাট করে ৪৯.৩ ওভারে ২৩১ রানে অলআউট হয়।  জবাবে বক্সিরহাট ইয়াং মেনস ক্লাব  ৪৩.২ ওভারে ৮ উইকেট হারিয়ে জয়ের নোঙ্গরে পৌঁছে যায়।

এ খেলায় পিডিবি হয়ে ৫১ রান করেন শাহেদুল আলম।  অন্যান্যের মধ্যে আব্দুর রহিম ৩২, ওমর শরীফ ২৭ এবং সরোয়ার আহমেদ ২৬ রান করেন।  বক্সিরহাট ইয়াং মেনস ক্লাবের আকরাম হোসেন ৩টি এবং নুরুদ্দিন সুজন ও মো. নুরুল্লাহ ২টি করে উইকেট নেন।

বক্সিরহাট ইয়াং মেনস ক্লাবের হয়ে ম্যাচ সেরা ৬৩ রান করেন জাকির হাসান।  তার ইনিংসে ৩টি চার ও ৬টি ছক্কার মার ছিল।  অন্যদের মধ্যে মেহেদি হাসান তপু ও আকরাম হোসেন অপরাজিত ৪০ রান করে দলীয় ইনিংসে যোগ করেন।  এছাড়া গৌতম দাস ২২ রান করেন। পিডিবির হয়ে সফল বোলার আহেমেদুল হাসান ৪টি উইকেট দখল করেন।  এছাড়া শহীদুল আল, তাহজিব আলম, ওমর শরীফ ও দেলোয়াড় হোসেন প্রত্যেকে ১টি করে উইকেট নেন।  বুধবারের (৩১ মে) খেলায় এম এ আজিজ স্টেডিয়ামে কল্লোল সংঘ গ্রীণ ও ইয়াং স্টার ক্লাব এবং মহিলা কমপ্লেক্সে  মাদারবাড়ি মুক্তকণ্ঠ ও এলিট পেইন্ট মুখোমুখি হবে।