বিশ্ববিদ্যালয়ের বারান্দা থেকে পড়ে মারা যাওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী কে জি এম শাহরিয়ারের জানাজা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে এই জানাজা অনুষ্ঠিত হয়।
বুধবার রাত আটটার দিকে রাবির মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী কে জি এম শাহরিয়ার হলের তৃতীয়তলার বারান্দা থেকে পড়ে যান। তাঁর গ্রামের বাড়ি দিনাজপুরের বিরল উপজেলায়। তিনি হবিবুর রহমান হলের ৩৫৪ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী। দ্রুত তাঁকে অ্যাম্বুলেন্সে করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে জরুরি বিভাগে তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে হাসপাতালে ভাঙচুর চালান রাবির শিক্ষার্থীরা। একপর্যায়ে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা রাবির শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তার মধ্যে একটি কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুজন প্রতিনিধি রয়েছেন। তিন কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বৃহষ্পতিবার সকাল আটটার দিকে পরিবারের কাছে শাহরিয়ারের লাশ হস্তান্তর করে রাজশাহী মেডিকেল হাসপাতাল কর্তৃপক্ষ। পরে লাশবাহী অ্যাম্বুলেন্স রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসে। সকাল নয়টায় জানাজা শেষে শাহরিয়ারের বাড়ির উদ্দেশে লাশবাহী অ্যাম্বুলেন্স রওনা হয়েছে।