নগরের বায়েজিদে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক পরিবারের ৪ সদস্য দগ্ধ হয়েছেন।
রোববার (২৮ মে) ভোর রাত ৫টার দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন পূর্ব শহীদ নগরে এলাকায় একটি বসতঘরে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- নূর নাহার বেগম (৩০), তার দুই সন্তান মারুফ (১) ও ফিরিয়া (৩), মো. ঈমাম উদ্দিন (২৩)। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সকাল পৌণে ৬টায় দগ্ধ অবস্থায় হাসপাতালে আনলে তাদের ৩৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।