বাফুফে নিবন্ধিত ফুটবল একাডেমি নিয়ে সভা শনিবার 

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় অতি শীঘ্রই ফুটবল একাডেমি কাপ শুরুর লক্ষ্যে চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের সাথে বাফুফে নিবন্ধিত ফুটবল একাডেমি সমূহের প্রতিনিধিবৃন্দের এক মতবিনিময় সভা শনিবার (৩ জুন) সন্ধ্যা ৭টায়, চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হবে।

উক্ত সভায় বাফুফে নিবন্ধিত স্ব স্ব ফুটবল একাডেমি সমূহের এক জন প্রতিনিধি উপস্থিত থাকার জন্য চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইয়াছির আরাফাত অনুরোধ জানিয়েছেন।