বান্দরবানে কেএনএফের আরও ৩ সদস্য গ্রেফতার, কারাগারে প্রেরণ

বান্দরবানের রুমা উপজেলায় যৌথবাহিনীর অভিযানে গ্রেফতা রকৃত কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের  (কেএনএফ) আরও তিন সদস্যকে কারাগারে পাঠিয়েছে আদালত।

প্রেপ্তারকৃতরা হলেন, গড গলরী বম (৩১), সাং খুম বম (৩৮)  জেফানিয়া বম (১৯)  তারা সকলেই রুমা উপজেলার পাইন্দু ইউপির ৭ নম্বর ওয়ার্ড হ্যাপী হিল পাড়ার বাসিন্দা।

শনিবার (২২ জুন) দুপুরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদেরকে তোলা হলে বিচারক সৈয়দা সুরাইয়া আক্তার তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বান্দরবান আদালতের জিআরও বিশ্বজিৎ সিংহ বলেন, রুমা থেকে গ্রেফতারকৃত তিন কেএনএফ সদস্যকে আদালতে তোলা হলে তাদের কারাগারে পাঠানো নির্দেশ দেয় আদালত।

বান্দরবান চীফ জুডিসিয়াল আদালতে দায়িত্বরত পুলিশের উপ-পরিদর্শক প্রিয়েল পালিত বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, রুমায় ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা,অস্ত্র লুটের ঘটনায় দায়ের করা মামলায় তিন আসামিকে আদালতে হাজির করা হলে বিচারকের নির্দেশে তাদেরকে কারাগারে পাঠানো হয়।

উল্লেখ্য, গত ২ ও ৩ এপ্রিল রুমা ও থানচি উপজেলায় সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতি, ব্যাংক ব্যবস্থাপক অপহরণ, টাকা লুট ও পুলিশ-আনসারের ১৪টি অস্ত্র ছিনতাইয়ের ঘটনার পর থেকে যৌথ বাহিনীর অভিযানে এ পর্যন্ত কেএনএফের সর্বমোট সন্দেহভাজন ১০৮ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।