বাঞ্ছারামপুরে গণপিটুনিতে গরু চোর নিহত

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে গণপিটুনিতে মোমেন (৪০) নামে এক গরু চোর নিহত হয়েছে। এ ঘটনায় গরুর মালিক শাহাবুদ্দিনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার ভোররাত ৪টার দিকে উপজেলার ফরদাবাদ গ্রামে গণপিটুনিতে এ গরু চোর নিহত হয়। মোমেন উপজেলার ফরদাবাদ ইউনিয়নের ফরদাবাদ গ্রামের পশ্চিম পাড়া এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে।

এলাকাবাসী ও থানা সূত্রে জানা যায়, ভোররাত ৩টার দিকে নিহত মোমেন ফরদাবাদ এলাকার শাহাবুদ্দিনের বাড়িতে গরু চুরির চেষ্টা করলে বাড়ির লোকজন টের পেয়ে চিল্লাচিল্লি করে মোমেনকে ধাওয়া করে। তারপর মোমেন এলাকাবাসীর হাতে ধরা পড়ে। উত্তেজিত এলাকাবাসী একের পর এক গণপিটুনি দিলে রাত ৪টার দিকে ঘটনাস্থলেই মোমেন মৃত্যুবরণ করে। সংবাদ পেয়ে বাঞ্ছারামপুরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত মোমেনের লাশ উদ্ধার করে। এ ব্যাপারে বাঞ্ছারামপুরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম ঘটনার সত্যতা স্বীকার করেন এবং নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর মর্গে প্রেরন করা হয়েছে বলে জানান।