বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের (বিএমজেএ) ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ২৯ মার্চ) রাজধানীর মতিঝিলে বায়তুল হক টাওয়ারে এই পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টাস ইউনিটির সাবেক সভাপতি ও বাসসের প্রধান প্রতিবেদক মুরসালিন নোমানী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক এস এম আলামিন। অনুষ্ঠানে মুরসালিন নোমানী বলেন, অতীতে সাংবাদিকতাকে শোষনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। এতে সমাজে সাংবাদিকদের সম্পর্কে ভুল ধারণা তৈরি হয়েছে। আমরা ভবিষ্যৎ বাংলাদেশে তোষামোদি সাংবাদিকতা দেখতে চাই না। আমরা চাই সাংবাদিকেরা রাষ্ট্রের নীতি নির্ধারকের চোখে চোখে রেখে প্রশ্ন করবে।
তিনি আরও বলেন, মাল্টিমিডিয়া সাংবাদিকদের কল্যাণে সংবাদ সাথে সাথে বিশ্বের সকল প্রান্তে পৌঁছে দিচ্ছে। মাল্টিমিডিয়া রিপোর্টারা অনেক দক্ষতার সাথে কাজ করছে। সাংবাদিকদের দক্ষতা আরও বৃদ্ধিতে এই সংগঠন কাজ করবে বলে আশা করি। অনুষ্টানে বিএমজেএ সভাপতি গাজী আক্তার বলেন, আমরা চাই আমাদের এই সংগঠন আগামীদিনগুলোতে আরও বড় পরিসরে কাজ করবে। বিএমজেএ সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন ফুরকানের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।