বাংলাদেশ টিভিইটি ওয়েলফেয়ার এসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলার সভাপতি অপূর্ব সা.সম্পাদক অয়ন

নারায়ণগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ টিভিইটি ওয়েলফেয়ার এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলার আংশিক কমিটির অনুমোদন দেয়া হয়েছে।এসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলার সাংগঠনিক কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে আগামী এক বছরের জন্য এই কমিটির অনুমোদন দেয়া হয়। নবগঠিত এ কমিটিতে অপূর্ব চন্দ্র সরকারকে সভাপতি, মোহাম্মদ আলী শ্রেষ্ঠ সহ-সভাপতি ও মোহাম্মদ অয়নকে সাধারণ সম্পাদক মনোনীত করে এসোসিয়েশনের  আংশিক কমিটি গঠন করা হয়। সোমবার  (২৩ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ টেকনিক্যাল স্কুল ও কলেজ ভবনে এসোসিয়েশনের সাধারণ সভায় আংশিক ঘোষিত এ কমিটির অনুমোদন দেয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ টিভিইটি ওয়েলফেয়ার এসোসিয়েশন কেন্দ্রীয় নির্বাহী কমিটির আহবায়ক মোঃ শিহাবুল ইসলাম শিহাব বলেন, দেশের কারিগরি শিক্ষার অগ্রগতি ও উন্নয়নের লক্ষ্যে তথা দেশ ও জাতির কল্যাণে কারিগরি শিক্ষায় শিক্ষিত গ্রাজুয়েটদের কাজ করে যেতে হবে।কারিগরি শিক্ষায় শিক্ষিতদের অগ্রাধিকার বঞ্চিত করে কারিগরি শিক্ষা অধিদপ্তর গত ৩মে ২০২১ তারিখে ক্রাফ্ট ইনট্রাক্টর পদে সাধারণ শিক্ষায় শিক্ষিতদের নিয়োগ প্রদানের লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। সভা থেকে এ অনৈতিক বিজ্ঞপ্তি প্রকাশের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়। এবং সকল ক্রাফ্ট ইনট্রাক্টর অতি দ্রুত অপসারণ করে উক্ত নিয়োগ বিধিমালা সংশোধন করে ক্রাফ্ট ইনট্রাক্টর (শব/ল্যাব) পদে এইচএসসি (ভোকেশনাল) ও এসএসসি (ভোকেশনাল) এ গ্রাজুয়েটদের সুযোগ রেখে পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের জন্য সভা থেকে জোর দাবি জানানো হয়। অন্যথায় দেশের পলিটেকনিক ইনস্টিটিউট সহ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং ভোকেশনাল স্কুল/ দাখিল এর শিক্ষার্থীরা কঠোর আন্দোলনের কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে। সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, টিভিইটি ওয়েলফেয়ার এসোসিয়েশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সচিব (ভারপ্রাপ্ত)  ও যুগ্ন আহ্বায়ক আকাইদ হোসেন জিসান, এসোসিয়েশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ন আহবায়ক মোফাজ্জল হোসেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাহবুব আলম, গাজীপুর টিএসসি সাবেক ছাত্র রেদোয়ান আজিম, এসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি অপূর্ব চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক অয়ন প্রমূখ। পরে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে নিয়ে বৃক্ষ রোপন করেন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।