বাংলাদেশ ও নিউজিল্যান্ড সিরিজের সূচি প্রকাশ

বিশ্বকাপের পর ঘরের মাঠে বাংলাদেশকে আতিথ্য দেবে নিউজিল্যান্ড।  ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি খেলবে দলটি।  ইতোমধ্যেই সিরিজটির সূচি প্রকাশ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।

১৭ ডিসেম্বর ডুনেডিনে সিরিজের প্রথম ওয়ানডে খেলবে নিউজিল্যান্ড ও বাংলাদেশ।  সিরিজের বাকি দুটি ওয়ানডেতে অনুষ্ঠিত হবে ২০ ও ২৩ ডিসেম্বর।  ভেন্যু যথাক্রমে নেলসন এবং নেপিয়ার।

এরপর শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।  ম্যাচ তিনটি হবে ২৭, ২৯ এবং ৩১ ডিসেম্বর।  প্রথম ম্যাচটির ভেন্যু নেপিয়ার।  পরের দুটি ম্যাচ হবে তাউরাঙ্গাতে।  শুধু বাংলাদেশ নয়, আগামী গ্রীষ্মে পাকিস্তান, সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়াকেও আতিথ্য দেবে কিউইরা।