কঠিন পরিস্থিতির মুখোমুখি বাংলাদেশ ‘এ’ দল। ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল বাংলাদেশকে তৃতীয় ও শেষ চারদিনের ম্যাচে ফলোঅনে না ফেলে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করে পাহাড় সমান লক্ষ্য দিয়েছে। শুক্রবার (২ জুন) শেষ দিনে ম্যাচ বাঁচানোর চ্যালেঞ্জ বাংলাদেশ ‘এ’ দলের।
ম্যাচ জিততে অতিথিদের প্রয়োজন ১০ উইকেট। বাংলাদেশের সামনে ৪১৪ রানের বিশাল লক্ষ্য। এই ম্যাচ বাঁচাতে না পারলে ঘরের মাঠে টানা দ্বিতীয় ম্যাচ হেরে কঠিন লজ্জা পাবে স্বাগতিকরা।
সংক্ষিপ্ত স্কোর: ওয়েস্ট ইন্ডিজ: ৪৪৫/১০ ও ২২০/৫ ডি. এবং বাংলাদেশ এ: ২০৫ ও ৪৭/০।
বৃহস্পতিবার (১ জুন) ৩ উইকেট নিয়ে ১৫৭ রানে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ ‘এ’ দল। ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের ৪৪৫ রানের জবাবে ফলো অন এড়াতে স্বাগতিকদের করতে হতো ২৯৫ রান। কিন্তু বৃহস্পতিবার (১ জুন) ৪৮ রান যোগ করতেই গুটিয়ে যায় বাংলাদেশ। ২০৫ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করা নাসুম আহমেদ ছিলেন অপরাজিত।
বাংলাদেশকে ফলোঅনে না ফেলে ২৪০ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে অতিথিরা এবং ৫ উইকেটে ২২০ রানে ইনিংস ঘোষণা করে। চন্দরপল অপরাজিত থাকেন ৮৩ রানে। এমলিচের ব্যাট থেকে আসে ২৮ রান। শেষ বিকেলে ১৩.৫ ওভার ব্যাট করে বাংলাদেশ বিনা উইকেটে ৪৭ রান সংগ্রহ করে। মাহমুদুল হাসান জয় ২৮ ও জাকির হাসান ১৪ রানে অপরাজিত রয়েছেন।